বরিশালে সন্ত্রাসী হামলার অন্তঃস্বত্তা গৃহবধূর গর্ভপাত

30/09/2013 4:49 pmViews: 11

বরিশাল সংবাদদাতা ॥ বরিশালের উজিরপুর উপজেলার মুন্সীরতাল্লুক গ্রামে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে রবিবার দিবাগত গভীর রাতে সাত মাসের অন্তঃস্বত্তা এক গৃহবধূর গর্ভপাত হয়েছে। ওইদিন রাতে স্থানীয় একটি ক্লিনিকে মৃত পুত্র সন্তান প্রসব করে গৃহবধূ কুসুম বিশ্বাস (৩০)। এ ঘটনায়  সোমবার দুপুরে ৬ জনের নাম উল্লেখ করে আরো ১৫/২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ নবজাতকের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছেন।
হারতা ইউনিয়নের কালবিলা গ্রামের দিনমজুর ও মামলার বাদি কুসুম বিশ্বাসের স্বামী অমল বিশ্বাস জানান, রবিবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনার জেরধরে তার শশুড় মুন্সীরতাল্লুক গ্রামের নকুল বৈদ্ধর সাথে একই গ্রামের চিহ্নিত সন্ত্রাসী খোকন মল্লিকের বাকবিতন্ডা বাঁধে। এ ঘটনার জেরধরে ওইদিন রাত দশটার দিকে খোকন মল্লিকের নেতৃত্বে তার সহযোগী ফারুক হোসেন, লোকমান মল্লিক, সামচুল হক, নুরুল হক মল্লিক, আব্দুল হকসহ ১৫/২০ জনে ফিল্মিষ্টাইলে নকুল বৈদ্ধর বাড়িতে হামলা চালায়। হামলায় তিনিসহ (অমল বিশ্বাস) তার স্ত্রী কুসুম বিশ্বাস, শশুড় নকুল বৈদ্ধ, শাশুড়ি ময়না বৈদ্ধ, নিকট আত্মীয় নেচাই বৈদ্ধ, অনিমেষ বিশ্বাস, সমির সরকার ও পূর্ণি বৈদ্ধ আহত হয়। এরমধ্যে সাত মাসের অন্তঃস্বত্তা কুসুম বিশ্বাসকে মুর্মুর্ষ অবস্থায় পাশ্ববর্তী টাকাবাড়ি কমিউনিটি হেলথ কেয়ার ক্লিনিকে নিয়ে গেলে গভীর রাতে সে একটি মৃত পুত্র সন্তান প্রসব করে।
উজিরপুর মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ গভীর রাতে কুসুম বিশ্বাসসহ অন্যান্য আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। মামলা দায়েরের সত্যতা স্বীকার করে ওসি বলেন, আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের জোরচেষ্ঠা চলছে।

Leave a Reply