বরিশালে শ্যালকের হাতে দুলাভাই খুন
বরিশাল প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়া উপজেলার দেড়ালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য শ্যালকের ছুড়ে মারা পানির গ্ল¬াসের আঘাতে দুলাভাই খুনের ঘটনা ঘটেছে। গত ১৭ অক্টোবর দুপুরে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুলাভাই জয়নাল আবেদীন বালী (৭৫) মারা গেছেন।
পুলিশ জানায়, জয়নাল আবেদীনের সাথে তার শ্যালক ও ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেনের বাকবিতন্ডার একপর্যায়ে গত ১ অক্টোবর শ্যালক জাহাঙ্গীর একটি পানির গ্ল¬াস ছুড়ে মারলে দুলাভাই জয়নাল গুরুতর আহত হন। তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭দিন পর জয়নাল মারা যায়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।