বরিশালে রেজিস্ট্রেশন কার্যক্রমে ধীরগতি ॥ সময় বৃদ্ধির দাবি

30/09/2013 10:23 amViews: 12

প্রেমানন্দ ঘরামী, বরিশাল ॥ বিশ্বের ৬০টি দেশে ২’শ ধরনের (ক্যাটাগরি) চাকুরীতে কর্মী (শ্রমিক) পাঠানোর জন্য সরকারি ভাবে অনলাইনের মাধ্যমে শুরু হওয়ায় রেজিস্টেশন কার্যক্রমের শেষ সময়ে বরিশালে ব্যাপক সারা পরেছে। কিন্তু নেটওয়ার্ক বিরম্বনায় সার্ভার দুর্বল হওয়ায় দু’দিনের সময় বাড়ানোর পরেও চাহিদা অনুযায়ী কাজ সম্পন্ন করতে পারছেন না তথ্য কেন্দ্রের কর্মীরা। দিনরাত সমান তালে তারা কাজ করেও জমা রাখা ফরম অনলাইনে পূরন করতে না পারায় এ কার্যক্রমের সময় কমপক্ষে আরো দশদিন বাড়ানোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মীরা।
রবিবার দিবাগত রাত সাড়ে বারোটার সময় বরিশালে গৌরনদী উপজেলার মাহিলাড়া তথ্য কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ওই কেন্দ্রের তিনজন কর্মী অনলাইনের মাধ্যমে ফরম পূরন করছেন। তথ্য কেন্দ্রের উদ্যোক্তা আব্দুল্লাহ জানান, সার্ভারের নেটওয়ার্ক দুর্বল হওয়ায় একটি ফরম পূরন করতে তাদের প্রায় এক ঘন্টা সময় লেগে যাচ্ছে। তিনি আরো জানান, গত নয়দিনে তারা মাত্র এক’শ ফরম পূরন করেছেন। এখনো তাদের কাছে জমা রাখা আরো দেড়’শ ফরম রয়েছে। এছাড়াও প্রতিদিন আরো নতুন নতুন ব্যক্তিরা ফরম পূরন করতে এসে নেটওয়ার্ক বিরম্বনায় সার্ভার দুর্বলের কারনে নিরাশ হয়ে ফিরে যাচ্ছেন। তথ্য কেন্দ্রের কর্মী আমিনুল ইসলাম রিপন জানান, তাদের ইউনিয়ন পরিষদ থেকে ব্যাপক প্রচার প্রচারনার ফলেই এ কেন্দ্রে ভীড় বেশি। মাহিলাড়া তথ্য কেন্দ্রে অপেক্ষামান পৌর এলাকার ৮নং ওয়ার্ডের বাসিন্দা লুৎফর রহমান জানান, পৌরসভার তথ্য কেন্দ্রের বেহাল দশার কারনে তিনিসহ একই এলাকার আরো ৫জন যুবক ফরম পূরনের জন্য এখানে এসেছেন। মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, রেজিস্টেশন করতে উচ্ছুক গৌরনদী পৌর এলাকাসহ প্রায় প্রতিটি ইউনিয়নের বাসিন্দারা প্রতিনিয়ত তাদের তথ্য কেন্দ্রে ভীড় করছেন। তিনি আরো জানান, সার্ভার দুর্বল হওয়ায় ফরম পূরনে বিলম্ব হচ্ছে। ফলে তিনি এ কার্যক্রমের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কমপক্ষে আরো দশদিন সময় বাড়ানোর দাবি জানিয়েছেন।
জেলার বেশ কয়েকটি তথ্য সেবা কেন্দ্রে খোঁজ নিয়ে নেটওয়ার্ক বিরম্বনার একই খবর পাওয়া গেছে। সকল তথ্য কেন্দ্রের কর্মীরাই রেজিস্ট্রেশন ইচ্ছুকদের চাহিদা পূরনের জন্য সময় বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জোর দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, প্রথমপর্যায়ে গত ২২ সেপ্টেম্বর সকাল থেকে সপ্তাহব্যাপী রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হয়। পরবর্তীতে নেটওয়ার্ক বিরম্বনার কারনে বৃদ্ধি করা দু’দিনের সময়ের শেষদিন ছিলো গতকাল সোমবার রাত বারোটা পর্যন্ত। জেলার ৮৫ ইউনিয়নের অর্ন্তগত ৬টি পৌরসভা এবং সিটি কর্পোরেশনের ১৪টি পয়েন্টে একযোগে শুরু হওয়া রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সময় বেঁধে দেয়া সত্বেও শুধুমাত্র নেটওয়ার্ক বিরম্বনার কারনে সংশ্লিস্ট কেন্দ্রের কর্মীরা দিনরাত কাজ করেও জমা রাখা ফরম পূরন শেষ করতে পারছেন না। ফলে সময় বৃদ্ধি করা না হলে সরকারের রেজিষ্ট্রেশন কার্যক্রমের মূললক্ষ্য পূরন হচ্ছেনা।

Leave a Reply