বরিশালে যৌতুকের দাবিতে গৃহবধূকে অমানুষিক নির্যাতন

18/10/2013 4:29 pmViews: 9

বরিশাল প্রতিনিধি ॥ ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের উত্তরমোড়াকাঠী গ্রামের এক গৃহবধূকে হত্যার উদ্দেশ্যে অমানুষিক নির্যাতন করে বাবার বাড়িতে তাড়িয়ে দিয়েছে পাষন্ড স্বামী। মুর্মুর্ষ অবস্থায় আহত গৃহবধূ খাদিজা বেগমকে (২৫) গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার বিকেলে থানায় অভিযোগ দেয়া হয়েছে।
হাসপাতালে শষ্যাশয়ী এক সন্তানের জননী খাদিজা বেগম জানান, তার বাবা গৌরনদীর দক্ষিণ বাউরগাতি গ্রামের ভ্যানচালক ইউসুফ হাওলাদার ৫ বছর পূর্বে ৫০ হাজার টাকা যৌতুক ও স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল দিয়ে তাকে উত্তর মোড়াকাঠী গ্রামের ওয়াজেদ আলী সরদারের পুত্র নুর মোহাম্মদ সরদারের সাথে বিয়ে দেন। বিয়ের পর থেকেই নুরমোহাম্মদ তার বাটাজোর বন্দরের মুদি দোকানে মালামাল উত্তোলন করার অজুহাতে আরো ৫০ হাজার টাকা যৌতুক আনার জন্য তাকে (খাদিজাকে) বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করে। এতে অপরাগতা প্রকাশ করায় প্রায়ই তাকে শারিরিক নির্যাতন করা হতো। তারই ধারাবাহিকতায় গত ১৫ অক্টোবর তাকে হত্যার উদ্দেশ্যে অমানুষিক নির্যাতন করা হয়। একপর্যায়ে তার চিৎকারে পাশ্ববর্তী লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। ওইদিনই বাবার বাড়ির লোকজেন মুর্মুর্ষ অবস্থায় তাকে (খাদিজাকে) গৌরনদী হাসপাতালে ভর্তি করেন। অভিযোগে আরো জানা গেছে, এ ঘটনায় মামলা দায়ের করা হলে তাকে (খাদিজাকে) অপহরন করে হত্যা করা হবে বলেও নুর মোহাম্মদ হুমকি অব্যাহত রেখেছে।

Leave a Reply