বরিশালে যে কারনে মাঠে নামতে পারছেনা ১৮ দল

05/11/2013 1:42 pmViews: 7

18 dol lgoখোকন আহম্মেদ হীরা, বরিশাল : জোট নেতাদের সাথে বিএনপির শীর্ষ নেতাদের সমন্ময়হীনতার অভাব, প্রশাসনের কঠোর নজরদারি ও আওয়ামীলীগের নেতা-কর্মীদের কড়া পাহাড়ার কারনে হরতালের দ্বিতীয় দিনেও বরিশালের রাজপথে নামতে পারেনি ১৮ দলীয় জোট। এখানকার ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনেই বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতাদের দেখা মেলেনি রাজপথে। ফলে দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে। এরইমধ্যে হরতালের প্রথমদিনে বিক্ষোভ মিছিল বের করতে গিয়ে গ্রেফতার হয়েছেন বদিউজ্জামান মিন্টু নামের প্রভাবশালী এক বিএনপি নেতা।

খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল-৫ (সদর আসন) ব্যতিত বাকি ৫টি আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য ঢাকায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। আর এ কারনে তাদের কতিপয় অনুসারীরা মহাজোটের নেতা-কর্মীদের হামলা ও পুলিশের গ্রেফতার আতংকে স্থানীয়ভাবে প্রকাশ্যে কোন কর্মসূচী পালন করতে সাহস পাচ্ছেন না। ফলে হরতাল থেকে শুরু করে প্রতিটি আন্দোলন সংগ্রামেই নিস্কিয় হয়ে পরেছেন ১৮ দলের স্থানীয় নেতা-কর্মীরা।

এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় নেতা ও বরিশাল-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ আব্দুস সালাম বাবুল বলেন, আন্দোলন যদি করতে হয়, নিজ উদ্যোগেই করতে হবে। বেঈমানদের নিয়ে আন্দোলনে সফলতা আসে না। এর কারণ হিসেবে তিনি বলেন, বিএনপির কিছু লোক বর্তমান সরকারের গুপ্তচর হিসেবে কাজ করার কারণেই আন্দোলন-সংগ্রাম চাঙ্গা হচ্ছেনা। তিনি আরো জানান, হরতালের প্রথমদিনে (সোমবার দুপুরে) হরতালের পক্ষে বিক্ষোভ মিছিল করায় পুলিশ গৌরনদী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা উত্তর যুবদলের সাধারন সম্পাদক বদিউজ্জামান মিন্টুকে গ্রেফতার করেন।

এরপূর্বে সম্প্রতি সময়ে বিএনপি নেতা আকন কুদ্দুসুর রহমান ও ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান গৌরনদীতে তাদের কর্মী সমর্থকদের নিয়ে শো-ডাউন করেন। ওইসময় থানা পুলিশ ও স্থানীয় কতিপয় আ’লীগের প্রভাবশালী নেতারা তাদের নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছিলেন।

এরকারন হিসেবে তিনি বলেন, বিএনপি নেতা আকন কুদ্দুসুর রহমান বর্তমান সরকারের সাবেক যোগাযোগ মন্ত্রীর নিকট আত্মীয় হওয়ার সুবাধে পুলিশ ও স্থানীয় আ’লীগের কতিপয় নেতারা তাকে নির্বিঘেœ কর্মসূচী পালন করতে দিচ্ছেন। আর রাজনৈতিক প্রতিহিংসার স্বীকারে ওইসব নেতাদের পরোক্ষ মদদেই পুলিশ বদিউজ্জামান মিন্টুকে গ্রেফতার করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি জানান, হরতালের নামে যেকোন ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি ঠেকাতে আওয়ামী লীগ সমর্থিত মহাজোট ও গণতন্ত্র রক্ষা কমিটির নেতৃবৃন্দরা মাঠে রয়েছেন। যারা নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করবে তাদের বিরুদ্ধেই নেতা-কর্মীদের এ্যাকশনে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে প্রভাবশালী এক জামায়াত নেতা জানান, জোট নেতাদের সাথে বিএনপির সমন্ময়হীনতার অভাব, পুলিশের গ্রেফতার আতংক ও মহাজোটের নেতা-কর্মীদের মারমুখী অবস্থানের কারনেই হরতালের দ্বিতীয় দিনেও বরিশালের রাজপথে নামতে পারেনি ১৮ দলীয় জোট।

Leave a Reply