বরিশালে যাত্রীবাহি বাসে হামলা ॥ আহত-১৫
সংবাদদাতা, বরিশাল, ২৯সেপ্টেম্বর, প্রথম বাংলা ॥ বরিশাল পলিটেকনিক ইনষ্টিটিউটের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রবিবার দুপুরে একটি যাত্রীবাহি বাসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে। এতে বাসের স্টাফসহ কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ৫জনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, দু’দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা রবিবার সমাপনী পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল করেছেন। তাদের এ দাবি পূরন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাখাওয়াত হোসেন জানান, শিক্ষার্থীরা দুপুর সাড়ে বারোটার দিকে মিছিল বের করে কাশিপুর যাচ্ছিলো। পথিমধ্যে বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর সিএন্ডবি রোডের টিটিসি এলাকায় বসে মিছিল থেকে যাত্রীবাহি বিআরটিসি বাসের ওপর হামলা চালানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
বিআরটিসি’র বরিশাল ডিপোর ট্রাফিক ইন্সপেক্টর জুলফিকার আলী জানান, খুলনা থেকে বরিশালগামী যাত্রীবাহি বিআরটিসি বাস (ঢাকা মেট্রো-ব ১১-২৭৭১) নগরীর সিএন্ডবি রোডের টিটিসি এলাকায় পৌঁছলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অর্তকিত ভাবে যাত্রীবাহি বাসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। হামলায় বাসের স্টাফসহ কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়। গুরুতর আহত বাসের চালক মিজানুর রহমান, সুপারভাইজার পারভেজ হোসেনসহ ৫ জনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় কমপক্ষে ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।