বরিশালে যাত্রার নামে জুয়া ও অশ্লীল নৃত্য বন্ধের দাবিতে মানববন্ধন
বরিশাল প্রতিনিধি ॥ বরিশাল নগরীর বিভিন্নস্থানে যাত্রার নামে অশ্লীল নৃত্য, হাউজিং ও জুয়া বন্ধের দাবিতে প্রগতিশীল ছাত্রসমাজের উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুরে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সম্মুখে মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মানবেন্দ্র ব্যটব্যাল, সুজন’র সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, মহানগর ছাত্রলীগ সভাপতি মোঃ জসিমউদ্দিন, জাসদ ছাত্রলীগের বিএম কলেজ শাখার সভাপতি সিদ্ধার্থ মন্ডল, ছাত্রমৈত্রীর সভাপতি শামিল শাহরুখ তমাল প্রমুখ। বক্তারা যাত্রার নামে জুয়া ও অশ্লীল নৃত্য বন্ধের জন্য প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।