বরিশালে মাধ্যমিকে উন্নীত হচ্ছে ৫৬টি নিন্ম মাধ্যমিক বিদ্যালয়

28/10/2013 11:17 amViews: 13

বরিশাল প্রতিনিধি : তিনটি ক্যাটাগারিতে বরিশালের ৫৬ টি নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়কে মাধ্যমিক পর্যায়ে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ড। বরিশাল শিক্ষা বোর্ডের বিদ্যালয় মঞ্জুরি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঞ্জুরি কমিটির সদস্য এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের উপ-পরিচালক ড. মোঃ মোস্তাফিজুর রহমান এ তথ্যের সত্যতা স্বীকার করেছেন।
গতকাল সোমবার শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. বিমল কৃষ্ণ মজুমদার জানান, দক্ষিণাঞ্চলের বিভিন্ন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের মাধ্যমিকে পাঠদানের অনুমতি কিংবা মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি চেয়ে আবেদন করেছেন। কোনটা আবার বালক থেকে বালক-বালিকায় উন্নীত করারও আবেদন করা হয়েছে। এরমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে ৪০টি বিদ্যালয়কে নিম্ন মাধ্যমিক থেকে মাধ্যমিক পর্যায়ে উন্নীত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া ১৬টি বিদ্যালয়কে মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে মাধ্যমিকে উন্নীত করারও সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ডের বিদ্যালয় মঞ্জুরি কমিটি। তিনি আরো জানান, বিদ্যালয়গুলোর অবকাঠামোগত অবস্থা, শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষক সংখ্যাসহ সার্বিক বিষয় বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নিন্ম মাধ্যমিক থেকে মাধ্যমিকে উন্নীত হওয়া বিদ্যালয়গুলোকে কেবল মানবিক বিভাগে পাঠদানের অনুমতি দেয়ার সিদ্ধান্ত নেয়া প্রসঙ্গে বোর্ডের বিদ্যালয় পরিদর্শক আবুল বাসার জানান, পর্যাপ্ত ছাত্র-ছাত্রী না থাকায় বিজ্ঞান ও বাণিজ্য শাখায় পাঠদানের অনুমতি দেয়া হয়নি।

Leave a Reply