বরিশালে মাদ্রাসায় দুর্ধর্ষ চুরি সংঘঠিত
প্রেমানন্দ ঘরামী, বরিশাল ॥ বরিশাল নগরীর সাগরদী সিকদারপাড়া এলাকায় একটি মাদ্রাসায় দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। এ ঘটনায় গতকাল রবিবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সিকদারপাড়া নুরানী হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা আব্দুল কাদের জানান, শনিবার দিবাগত গভীর রাতে সংঘবদ্ধ চোরেরা মাদ্রাসার দক্ষিণ পাশের জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে। চোরেরা একটি আইপিএস ও নগদ টাকাসহ মোট দেড় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। কোতয়ালী মডেল থানার ওসি মোঃ শাখয়াত হোসেন জানান, চুরির ঘটনায় রবিবার সকালে থানায় একটি সাধারন ডায়েরী (জিডি) করা হয়েছে।