বরিশালে মাদকদ্রব্যসহ বিক্রেতা গ্রেফতার

27/09/2013 3:45 pmViews: 33

প্রেমানন্দ ঘরামী, বরিশাল ॥ র‌্যাব-৮ এর অভিযানে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী গ্রামের ফেন্সিসম্রাট কাদের লস্করের বাড়ি থেকে ২২ বোতল ফেনসিডিল ও সাড়ে ৭ কেজি গাঁজাসহ এক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় শুক্রবার সকালে র‌্যাবের এস.আই আকতার হোসেন বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে গ্রেফতারকৃত মাদক বিক্রেতা রুবেল সরদার ও ফেন্সিসম্রাট কাদের লস্করকে আসামি করে গৌরনদী থানায় মামলা দায়ের করেছেন। র‌্যাব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে র‌্যাব সদস্যরা ফেন্সিসম্রাট কাদের লস্করের বাড়িতে অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজাসহ বিক্রেতা রুবেল সরদারকে (২৮) গ্রেফতার করে। গ্রেফতারকৃত রুবেল কালকিনি উপজেলার চরসাহেবরামপুর গ্রামের আবদুল আজিজ সরদারের পুত্র।

Leave a Reply