বরিশালে মহাসড়কের পার্শ্বের কাটা গাছ অপসারন ॥ মাঠে থাকবে আওয়ামী লীগ
প্রেমানন্দ ঘরামী, বরিশাল ॥ দশম জাতীয় সংসদ নির্বাচন ও আগামী ২৫ অক্টোবরকে ঘিরে বরিশালের সাধারন জনগনের মাঝে চরম উদ্বেগ, উৎকন্ঠা ও আতংক বিরাজ করছে। সড়ক পথে দক্ষিণাঞ্চলের সাথে যোগাযোগের একমাত্র বরিশাল-ঢাকা মহাসড়কে গাছের গুড়ি ফেলে ওইদিন (২৫ অক্টোবর) বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে নাশকতামূলক কর্মকান্ড ঘটনাতে পারে। এ আশংকায় থানা পুলিশ বরিশালের প্রবেশদ্বার গৌরনদীর ভূরঘাটা থেকে নগরী পর্যন্ত মহাসড়কের দু’পার্শ্বে গাছ ব্যবসায়ীদের স্তুপ করে রাখা কাটা গাছ অপসারন করাচ্ছেন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, যেকোন রাজনৈতিক দলের নাশকতামূলক কর্মকান্ড প্রতিহতের জন্য ইতোমধ্যে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নগরীসহ জেলার গুরুতপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছেন পুলিশ প্রশাসন। নাশকতা ঠেকাতে পুলিশ প্রশাসনের পাশপাশি র্যাবের সমন্বয়ে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এদিকে যেকোন ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য ওইদিন রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা। বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, দলের চেয়ারপার্সনের ঘোষণা আসলেই ওইদিন (২৫ অক্টোবর) যেকোনমূল্যে রাজপথ দখল নেয়ার জন্য স্থানীয় বিএনপি ও ১৮ দলের নেতা-কর্মীরা সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছেন। রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে ওঠায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন সাধারন ব্যবসায়ীরা। তারা তাদের জানমালের নিরাপত্তা দেয়ার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
পুলিশের দায়িত্বশীল একটি সূত্রে জানা গেছে, বরিশাল নগরীসহ জেলার সাধারন মানুষের জানমালের নিরাপত্তার জন্য আইন-শৃংখলা বাহিনীর সহস্রাধিক সদস্য ওইদিন (২৫ অক্টোবর) থেকে মাঠে থাকবেন। যারমধ্যে মহানগর পুলিশের ছয় শতাধিক সদস্যর পাশাপাশি ব্যাটালিয়ান ও র্যাবের কয়েক’শ সদস্যরাও থাকবেন সার্বিক নিরাপত্তার দায়িত্বে।
বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি জানান, কেউ যেন কোন ধরনের নাশকতামূলক কর্মকান্ড ঘটিয়ে শান্তিপ্রিয় জনগনের জানমালের ক্ষতি করতে না পারে, সে জন্য সর্বশক্তি নিয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মাঠে থাকবেন। এদিকে বরিশাল মহনগর বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার-এমপি জানান, কেন্দ্রের ঘোষণা অনুযায়ী ভোট কেন্দ্রভিত্তিক সংগ্রাম কমিটি গঠন প্রক্রিয়া ইতোমধ্যে শেষপর্যায়ে রয়েছে। বরিশাল সদর উত্তর জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও আশির দশকের কেন্দ্রীয় ছাত্রনেতা এস.এম মনির-উজ জামান মনির জানান, সরকার যদি একতরফা কোন নির্বাচন করতে চায় তাহলে সংগ্রাম কমিটির মাধ্যমে তা প্রতিরোধ করার লক্ষ্যেই এ প্রস্তুতি নেয়া হয়েছে। এছাড়া দলের চেয়ারপার্সনের যেকোন ধরনের ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যেই বিএনপি ও ১৮ দলের নেতা-কর্মীদের সমন্ময়ে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
নামপ্রকাশ না করার শর্তে একটি গোয়েন্দা সূত্রে জানা গেছে, বিএনপির মতো জামায়াত-শিবিরের আগাম হুঙ্কার না থাকলেও তারা পরিকল্পিতভাবে নাশকতামূলক কর্মকান্ড ঘটানোর আশংকা রয়েছে। বিশেষ করে বরিশাল নগরীর বাহিরে বরিশাল-ঢাকা মহাসড়ক, বরিশাল-কুয়াকাটা ও পটুয়াখালী মহাসড়কের বিশেষ বিশেষ পয়েন্টে অবরোধ সৃষ্টির জন্য জামায়াত-শিবির পরিকল্পনা নিয়েছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। সেলক্ষ্যে মহাসড়কের পার্শ্বে ব্যবসায়ীদের স্তুপ করে রাখা কাটা গাছ অপসারন করানো হচ্ছে।
বরিশাল জেলা পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জানান, কেউ কোন বিশৃংখলা কিংবা নাশকতামূলক কর্মকান্ডের চেষ্টা করলে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা তা কঠোর হস্তে দমন করবেন।