বরিশালে ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
বরিশাল সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুরস্থ মৌরী ডায়াগনস্টিক সেন্টারের এক চিকিৎসকের ভুল অপারেশনের কারণে এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার ভোররাতে। এনিয়ে ওই এলাকায় চাঁপা ক্ষোভ বিরাজ করছে।
আগৈলঝাড়া উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের আব্দুল করিম হাওলাদার জানান, তার প্রসূতি কন্যা সুকলি আক্তার সুখি বেগমের (২১) প্রসব বেদনা শুরু হলে গত ২৮ সেপ্টেম্বর রাতে তাকে মৌরী ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। রাত সাড়ে দশটার দিকে সেখানে কর্মরত কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র মেডিকেল অফিসার ডাঃ অপূর্ব ম্িল্লক তার সিজার অপারেশন করেন। সুখি একটি কন্যা সন্তান জন্ম দেয়। অপারেশনের সময় চিকিৎসক ভুলবসত সুখির জরায়ুর অতিরিক্ত অংশ ও নাড়ি কেটে ফেলেন। এরফলে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে চিকিৎসক অপূর্ব মল্লিক তার কাছে সুখির জরায়ু কেটে ফেলার প্রস্তাব দেন। এতে তিনি রাজি না হওয়ায় চিকিৎসক তড়িঘড়ি করে অপরেশনের স্থানে সেলাই করে ২০১ নম্বর বেডে পাঠিয়ে দেন। ওইদিন গভীর রাতে সুখীর অবস্থার অবনতি হলে তাৎক্ষনিক তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর রাতে সুখী বেগম মৃত্যুর কোলে ঢলে পরেন। সুখীর স্বামী গৌরনদীর কুমারভাঙ্গা গ্রামের আনিসুর রহমান পাটোয়ারী।
অভিযুক্ত চিকিৎসক অপূর্ব মল্লিক ভুল অপারেশনের অভিযোগ অস্বীকার করে জানান, অপারেশনের পর সুখির জরায়ু কন্টাক না করায় তার জরায়ু কেটে ফেলার প্রস্তাব দেয়া হয়েছিলো। এতে তার অভিভাবকেরা রাজি না হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরনে তার মৃত্যু হয়েছে। মৌরী ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার লিটন হাওলাদার জানান, বিষয়টি নিয়ে সুখির স্বজনদের সাথে আপোষ মীমাংসার চেষ্ঠা চলছে