বরিশালে ব্যস্ত সময় কাটাচ্ছেন কামার শিল্পীরা
প্রেমানন্দ ঘরামী, বরিশাল ॥ দিন-রাত সমান তালে টুং টাং শব্দ জানান দিচ্ছে পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে বরিশালে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন কামার শিল্পীরা। তাদের যেন এখন দম ফেলবারও সুযোগ নেই।
খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল নগরীসহ জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা বাজার, গুপ্তেরহাট, সাহেবেরহাট, বাশাইল, রাজিহার, বাকাল হাট, পয়সারহাট, ছয়গ্রাম, কোদালধোয়া, গৌরনদী বন্দর, টরকী বন্দর, বাজাজোর বাজার, মাহিলাড়াহাট, উজিরপুর, ধামুরাসহ বিভিন্ন উপজেলার হাট-বাজারের কামার শিল্পীরা কোরবানির ঈদকে সামনে রেখে দা, বটি, চাক্কু, চাপাতিসহ বিভিন্ন সরঞ্জামাদী তৈরি করতে এখন মহাব্যস্ত সময় কাটাচ্ছেন। এসব ব্যবহার্য সরঞ্জামাদী স্থানীয় বাসিন্দা ও কসাইদের চাহিদা মিটানোর পাশাপাশি দেশের বিভিন্নস্থানের পাইকারি ব্যবসায়ীরা এসে নিয়ে যাচ্ছেন। বর্তমান আধুনিক সরঞ্জামাদির প্রভাবে কামার শিল্পের দুর্দিন চললেও পবিত্র ঈদুল আযাহাকে সামনে রেখে জমে উঠেছে এ শিল্পের চাহিদা। গৈলা বাজারের কামার শিল্পী শচীন কর্মকার জানান, এক সময় কামারদের প্রচুর কদর ছিল, বর্তমানে তা আর নেই। তিনি আরো জানান, মেশিনের সাহায্যে বর্তমানে আধুনিক যন্ত্রপাতি তৈরি করার ফলে তাদের তৈরি যন্ত্রপাতির প্রতি মানুষ আকৃষ্ট হারাচ্ছে। তবে কোরবানির ঈদের সময় তাদের তৈরি সরঞ্জামাদির চাহিদা অনেকাংশে বেড়ে যায় বলেও তিনি উল্লেখ করেন। মাহিলাড়া বাজারের কামার শিল্পী গৌরাঙ্গ কর্মকার জানান, পূর্ব পুরুষেরা একাজ করেছে বিধায় এখনও তিনি এ পেশাকে আকরে ধরে রেখেছেন। তিনি আরো জানান, ঈদকে সামনে রেখে স্থানীয় বাসিন্দা ও কসাইদের কাছ থেকে অর্ডার নেয়া ছাড়াও পাইকারী ব্যবসায়ীদের কাছ থেকে প্রচুর কাজের অর্ডার পেয়েছেন। তাই গত দু’সপ্তাহ থেকে তিনিসহ তার দোকানের তিন কর্মচারী দিনরাত সমান তালে কাজ করছেন।