বরিশালে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে গৃহবধূর মৃত্যু
প্রেমানন্দ ঘরামী, বরিশাল ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে রেনু বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আগৈলঝাড়া থানার ওসি মোঃ সাজ্জাদ হোসেন জানান, ওই গ্রামের এসকান্দার হাওলাদারের কন্যা রেনু বেগম বৃহস্পতিবার রাতে বাড়ির পার্শ্বের পল্লী বিদ্যুৎ লাইনের ছেড়া তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান।