বরিশালে বিএনপি ও জামায়াতের ৯জন গ্রেফতার
বরিশাল ॥ ২৫ অক্টোবর নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে নেতা-কর্মীদের জড়ো করে উস্কানিমূলক বক্তব্য দেয়াসহ একাধিক গোপন বৈঠক করার অভিযোগে বরিশালের গৌরনদী থানা পুলিশ বৃহস্পতিবার ভোরে উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সেকান্দার আলী মৃধা, আবুল কালাম খান এবং পৌর বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক পৌর প্যানেল মেয়র শাহ আলম ফকিরকে গ্রেফতার করেছে। অপরদিকে একইদিন দুপুরে নগরীর কোতয়ালী মডেল থানা পুলিশ নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে জামায়াতের ছয় কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, জামায়াত কর্মী মোঃ মনিরুজ্জামান মনির, গোলাম সরোয়ার, আব্দুল আহাদ, মোক্তার হাওলাদার, হুমায়ুন কবীর ও শাহজাহান খলিফা।