বরিশালে বিএনপির রাজনৈতিক ঈদ ॥ পিছিয়ে রয়েছে আ’লীগ

18/10/2013 3:56 pmViews: 7

প্রেমানন্দ ঘরামী, বরিশাল ॥ পবিত্র ঈদুল আযহা ও শারদীয় দূর্গা পুজার লম্বা ছুটিতে বরিশাল নগরীসহ জেলার দশটি উপজেলায় সফল ভাবে রাজনৈতিক কর্মকান্ডে এগিয়ে রয়েছেন বিরোধী দল বিএনপি। ঈদ ও পূজার শুভেচ্ছা বিনিময়ের নামে আগামী আন্দোলন সংগ্রামের জন্য দিনরাত একাধিক বৈঠকের মাধ্যমে নেতা-কর্মীদের সু-সংগঠিত করে অনেকটাই সফল হয়েছেন বিএনপির স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা। পূজা মন্ডব পরিদর্শন করে হিন্দু নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময়সহ অন্যান্য কর্মকান্ডে কোন অংশেই পিছিয়ে নেই জামায়াতের নেতারাও। সে ক্ষেত্রে নির্বাচনের প্রস্তুতি হিসেবে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের খোঁজ খবর নেয়াতো দূরের কথা, রাজনৈতিক ভাবেই অনেকটা নিস্কিয় রয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামীলীগ।
মহানগর বিএনপির একাধিক সূত্রে জানা গেছে, আ’লীগ সরকারের অধীনে নির্বাচন প্রতিহত করতে ইতোমধ্যে বরিশালে প্রতিরোধ সংগ্রাম কমিটি গঠন প্রক্রিয়া দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। এরইমধ্যে বরিশাল নগরীর ১৫টি ওয়ার্ডে সংগ্রাম কমিটি গঠন করা হয়েছে। আগামি ২/৩ দিনের মধ্যে বাকি ১৫টি ওয়ার্ডে সংগ্রাম কমিটি গঠনের কাজ সম্পন্ন করা হবে।
এ ব্যাপারে বিএনপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার-এমপি জানান, ১৮ দলীয় জোটের শরীক দলের নেতা-কর্মীদের নিয়ে নগরীর ১৫টি ওয়ার্ডে সংগ্রাম কমিটি গঠন করা হয়েছে। বাকি ১৫টি ওয়ার্ডে সংগ্রাম কমিটি গঠনের কাজ ২/৩ দিনের মধ্যে সম্পন্ন করা হবে। তিনি আরো জানান, নগরীর থানা ও ওয়ার্ড পর্যায়ে শীর্ষ নেতাদের আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। কেন্দ্রের নির্দেশনা পেলেই যেকোনো ধরনের কঠোর অন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন তারা। বরিশাল জেলা বিএনপির সভাপতি (দক্ষিণ) ও সিটি মেয়র আহসান হাবিব কামাল জানান, সংগ্রাম কমিটি গঠনের লক্ষ্যে বৃহস্পতিবার রাতে উপজেলা, থানা ও ওয়ার্ড পর্যায়ে শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৪ অক্টোবরের আগেই উপজেলা, থানা ও ওয়ার্ড পর্যায়ে সংগ্রাম কমিটি গঠন সম্পন্ন করা হবে।
অপরদিকে বিএনপির একাধিক সূত্রে জানা গেছে, বরিশাল-১ আসনে বিএনপির রাজনীতিতে এবার সক্রিয় হচ্ছেন স্থানীয় বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন। গত ১৫ অক্টোবর স্বপনের মায়ের মৃত্যুর পর এখানকার দীর্ঘদিনের বিএনপির বিরোধ ভুলে একত্রিত হয়েছেন বিএনপির শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকেরা। বরিশাল-২ আসনের বিএনপি নেতা এস. সরফুদ্দিন আহম্মেদ সান্টু দীর্ঘদিন পর নিজ নির্বাচনী এলাকায় ফিরে এসেছেন। ফলে নড়েচরে বসেছেন ওই এলাকার বিএনপির নেতা-কর্মীরা। দূর্গা পূজা উপলক্ষ্যে কৌশল পরিবর্তন করে বরিশাল-১ আসনের জামায়াত নেতারা এবার পূজা মন্ডব পরিদর্শন করে হিন্দু নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময়সহ অন্যান্য কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন।
আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ের একাধিক সূত্রে জানা গেছে, নির্বাচনের প্রস্তুতি হিসেবে ক্ষমতাসীন দল হিসেবে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের খোঁজ খবর নেয়াতো দূরের কথা, রাজনৈতিক ভাবেই আওয়ামীলীগ অনেকটা নিস্কিয় অবস্থায় রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে আওয়ামীলীগের একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গেছে, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ ও মহানগর আওয়ামীলীগের সভাপতি শওকত হোসেন হিরণের মধ্যে দ্বন্ধের কারনেই বরিশালের আ’লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা অনেকটাই নিস্কিয় অবস্থায় রয়েছেন। যেকারনে অনেকটাই ঝিমিয়ে পরেছে রাজনৈতিক কর্মকান্ড।

Leave a Reply