বরিশালে বিএনপির আনন্দ মিছিল

22/10/2013 5:35 pmViews: 7

বরিশাল প্রতিনিধি ॥ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক রূপরেখাকে স্বাগত জানিয়ে বরিশাল নগরীতে মঙ্গলবার দুপুরে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপির নেতৃবৃন্দরা।
নগরীর অশ্বিনী কুমার টাউন হলস্থ দলীয় কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও সাবেক সাংসদ এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, বিএনপি নেতা শেখ আব্দুর রহিম, সিটি কর্পোরেশনের কাউন্সিলর হাবিবুর রহমান টিপু, সাবেক কাউন্সিলর শেখ সোবাহান, মহানগর যুবদলের সাধারন সম্পাদক এ্যাডভেকেট আকতারুজ্জামান শামীম, ছাত্রদল নেতা অমিনুল ইসলাম লিপন প্রমুখ। সমাবেশ শেষে নগরীতে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

Leave a Reply