বরিশালে প্রবল বর্ষণে জনজীবন অতিষ্ঠ

30/09/2013 5:00 pmViews: 9

বরিশাল সংবাদদাতা ॥ বরিশাল নগরীসহ বিভিন্ন উপজেলায় গত চারদিনের টানা বর্ষণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রায় প্রতিটি এলাকায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত থেমে থেমে চলা এ বর্ষণে দিনমজুর পরিবারে চরম হতাশা দেখা দিয়েছে।
জানা গেছে, গত শুক্রবার থেকে শুরু হওয়ার টানাবর্ষণ সোমবার পর্যন্ত অব্যাহত ছিলো। মধ্য আশ্বিনের টানাবর্ষণ দিনমজুর পরিবারের জন্য এখন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। টানা বর্ষণের ফলে অধিকাংশ এলাকার সড়ক ধ্বসে পরেছে। চলাচলের জন্য অনুপযোগী হয়ে পরেছে কাঁচা রাস্তা ঘাট। বরিশাল-ঢাকা মহাসড়কের বিভিন্ন এলাকায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। নগরীর রসুলপুর বস্তির বাসিন্দা রিকসা চালক শাহজালাল সরদার জানান, শুক্রবার দুপুর থেকে টানাবর্ষণ শুরু হওয়ার পর এখনও তা অব্যাহত রয়েছে। যেকারনে গত চারদিন পর্যন্ত তিনি কাজ করতে না পারায় এখন পরিবারে খাবার সংকট দেখা দিয়েছে। আবহাওয়ার বিরুপ প্রভাবে আর কতোদিন এভাবে বৃষ্টি চলবে তার কোন সঠিক হিসেব নেই স্থানীয় আবহাওয়া অফিসে। গৌরনদী পৌর সদরের ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম টিটু জানান, চারদিনের টানা বর্ষণে তার ওয়ার্ডে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

Leave a Reply