বরিশালে পোষ্ট অফিসে অগ্নিকান্ড
প্রেমানন্দ ঘরামী, বরিশাল ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের পোষ্ট অফিসে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে গতকাল শুক্রবার সকালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। পোষ্ট মাস্টার আজিজুল হাওলাদার জানান, শুক্রবার সকালে তার দোতলার আবাসিক রুম থেকে ধোয়া বেরুতে দেখে স্থানীয়রা এগিয়ে আসে। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার পূর্বেই স্থানীয়রা পোষ্ট অফিসের ওই রুমের তালা ভেঙ্গে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রনে আনেন। এসময় তিনি (পোষ্ট মাস্টার আজিজুল) সাপ্তাহিক ছুটিতে গ্রামের বাড়িতে ছিলেন। খবর পেয়ে তিনি অফিসে আসেন। সূত্রমতে, ওই রুম থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকান্ডে সরকারি কোন মালামালের ক্ষতি না হলেও পোষ্টা মাষ্টার আজিজুলের ব্যক্তিগত কিছু দলিলপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে।