বরিশালে পুলিশ সদস্যের বিরুদ্ধে থানায় জিডি
বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্যক্ত ও হুমকি দেয়ার অভিযোগে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে সাধারন ডায়েরি (জিডি) করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বরিশালের বানারীপাড়া থানার কনষ্টবল হায়দার তালুকদারের বিরুদ্ধে বরিশাল কোতয়ালী মডেল থানায় জিডিটি দায়ের করেন ছাত্রী সাথী খানম।
জিডিতে উল্লেখ করা হয়, পিরোজপুর জেলার নেছারাবাদ গ্রামের রিয়াজ মৃধা, সুমন হাওলাদার ও তুহিন তালুকদারের বিরুদ্ধে ওই ছাত্রীর পরিবারের মামলা রয়েছে। বানারীপাড়া থানার কনষ্টবল হায়দার তালুকদার আসামিদের নিকট আত্মীয়। এ সুবাধে মামলা থেকে আত্মীয়দের রক্ষায় কনষ্টবল হায়দার তালুকদার নগরীর দারুল ইহসান ইউনির্ভাসিটির ছাত্রী সাথীকে মোবাইল ফোনে দীর্ঘদিন থেকে উত্যক্ত ও হুমকি দিয়ে মামলা তুলে নিতে চাঁপ প্রয়োগ করে আসছে। কোতয়ালী মডেল থানায় ওসি মোঃ শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।