বরিশালে পিতলের রাধা মুর্তি উদ্ধার

24/10/2013 5:45 pmViews: 21

প্রেমানন্দ ঘরামী, বরিশাল ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার ভালুকশী গ্রাম থেকে বুধবার রাতে পিতলের তৈরি একটি রাধা মৃর্তি উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, ওই গ্রামের শওকত কাজীর পাঁচ বছরের শিশু পুত্র ছাব্বির কাজী রবিবার বিকেলে খেলতে গিয়ে একই বাড়ির বদরুল কাজীর রান্না ঘরের মাটির গর্তে মুর্তিটি দেখতে পায়। পরবর্তীতে ছাব্বির মুর্তিটি নিজের ঘরে নিয়ে রাখে। বিষয়টি এলাকায় জানাজানি হলে থানা পুলিশ বুধবার রাতে মুর্তিটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, পিতলের তৈরী রাধা মুর্তিটির ওজন ৩’শ ২০ গ্রাম। ধারণা করা হচ্ছে মুর্তিটি কমপক্ষে ৩০ থেকে ৪০ বছরের পুরোনো।

Leave a Reply