বরিশালে পাঁচদফা দাবিতে মাঠ কর্মচারীদের মানববন্ধন

26/09/2013 1:26 pmViews: 13

প্রেমানন্দ ঘরামী, বরিশাল ॥ বেতন বৈষম্য দূরীকরণ, স্বাস্থ্য পরিদর্শকদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা, নির্ধরিত ভ্রমনভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বরিশাল নগরীতে মানববন্ধন করেছে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশন।
বেলা সাড়ে এগারোটার দিকে নগরীর সদর রোডে মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, তাদের প্রতি বৈষম্য দীর্ঘদিনের। তাদের কর্মকান্ডের সাফল্যে ইতোমধ্যে তারা প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কৃত হয়েছেন। তারা স্বাস্থ্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের প্রতি বরাবরেরন্যায় অবিচার করা হচ্ছে। বক্তারা আরো বলেন, তাদের পাঁচ দফা দাবি অবিলম্বে মেনে না নিলে তারা অর্নিদিষ্টকালের কর্মবিরতী পালন করবেন। সংগঠনের বরিশাল জেলা শাখার সভাপতি মোঃ ফিরোজ আলমের সভাপত্বিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় পরিষদের যুগ্ম মহাসচিব মোঃ হানিফ মিয়া, জেলা কমিটির সাধারণ সম্পাদক  মোঃ নজরুল ইসলাম, পিযুষ কান্তি দাস প্রমুখ। মানববন্ধনে বরিশাল বিভাগের সকল জেলা ও  বিভিন্ন উপজেলার শত শত মাঠকর্মীরা অংশগ্রহন করেন।

Leave a Reply