বরিশালে পর্নো ব্যবসায়ী গ্রেফতার
বরিশাল সংবাদদাতা ॥ পর্নো ছবি কম্পিউটারে সংরক্ষন করে উঠতি বয়সের ছেলে-মেয়েদের মোবাইল ফোনে অর্থের বিনিময়ে আপলোড করার অভিযোগে পুলিশ এক পর্নো বিক্রেতাকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে বরিশালের উজিরপুর উপজেলার জয়শ্রী বাসষ্ট্যান্ডে। উজিরপুর মডেল থানার এস.আই মহিবুল্লাহ জানান, বাসষ্ট্যান্ডের আশা মিউজিক টেলিকম সেন্টারের ব্যবসায়ী জসিম উদ্দিন দীর্ঘদিন থেকে পর্নো ছবি মোবাইল ফোনের মেমোরী কার্ডে আপলোড করার ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত নয়টার দিকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের পর গতকাল বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়। সূত্রমতে, প্রায় প্রত্যেকটি ষ্টুডিও, ভিডিও এবং কম্পিউটারের দোকানে এখন হরদমে বিক্রি হচ্ছে অশ্লীল পর্নো ছবি।