বরিশালে পপুলার ইন্সুরেন্সের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রেমানন্দ ঘরামী, বরিশাল ॥ পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানীর ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে বরিশালের গৌরনদীর স্থানীয় ব্রাঞ্চের উদ্যোগে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালীটি শেষে গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র নির্বাহী পরিচালক মোঃ মনিরুজ্জামান চুন্নু। সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী থানার ওসি মোঃ আবুল কালাম, পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, জনপ্রিয় একক বীমার নির্বাহী পরিচালক রাশেদুজ্জামান ঝিলাম। বক্তব্য রাখেন জে.এ.ডি সৈয়দ নজরুল ইসলাম, সিনিয়র জেনারেল ম্যানেজার আবু সাঈদ খন্দকার, জিএম মোঃ নয়ন, রফিকুল ইসলাম সবুজ, মিজানুর রহমান, জুয়েল হাওলাদার, ইউনুস হাওলাদার, জসিম হাওলাদার, মোকলেচুর রহমান প্রমূখ। সভার শুরুতে অতিথিরা প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।