বরিশালে নিখোঁজ স্কুল ছাত্রকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার

30/09/2013 5:06 pmViews: 6

বরিশাল সংবাদদাতা ॥ বরিশাল নগরীর বিএম স্কুলের দশম শ্রেনীর এক ছাত্রকে নিখোঁজের দু’দিন পর সোমবার সকালে হাত-পা বাঁধা অবস্থায় বাসার সম্মুখ থেকে উদ্ধার করা হয়েছে। মুর্মুর্ষ অবস্থায় ওই ছাত্রকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উদ্ধার হওয়ার স্কুল ছাত্র আতিকুল ইসলামের (১৫) ভাই তরিকুল ইসলাম জানান, তারা দীর্ঘদিন থেকে নগরীর নথুল্লাবাদ এলাকার জিয়া সড়কের নাইম মানসন নামের ভবনের চতুর্থ তলার বসবাস করে আসছেন। তিনি আরো জানান, তার ভাই আতিকুল বিএম কলেজ মুসলীম ছাত্রাবাসে গিয়ে এক ছাত্রের কাছে প্রাইভেট পড়তো। গত শনিবার সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে বাসার উদ্দেশ্যে রওয়ানা হয়ে সে নিখোঁজ হয়। এ ঘটনায় তারা কোতোয়ালী মডেল থানায় একটি সাধারন ডায়েরীও করেছেন।
তরিকুল ইসলাম আরো জানান, সোমবার সকালে তাদের বাসার কলিংবেল বেঁজে ওঠার পর তারা চতুর্থ তলা থেকে নিচে নেমে ভবনের প্রধান ফটকের সামনে তার ভাই আতিকুলকে হাত-পা বাঁধা অজ্ঞান অবস্থায় দেখতে পান। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা আতিকুলকে বাসার সামনে ফেলে রেখে কলিংবেল চেপে পালিয়ে গেছে। আতিকুলকে উদ্ধারের পর শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল সাড়ে চারটা) স্কুলছাত্র আতিকুলের জ্ঞান ফিরে না আসায় নিখোঁজ হওয়ায় ব্যাপারে কিছুই জানা যায়নি।

Leave a Reply