বরিশালে নাশকতার ৩’শ লাঠি উদ্ধার
প্রেমানন্দ ঘরামী, বরিশাল ॥ দাঙ্গা-হাঙ্গামার জন্য তৈরী বিএনপি নেতাদের ৩’শ গাব গাছের লাঠি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বরিশাল নগরীর হাটখোলা এলাকার আল-আমীন ট্রেডার্সে অভিযান চালিয়ে এ লাঠি উদ্ধার করা হয়। তবে এসময় বিএনপির কোন নেতা-কর্মীকে আটক করা সম্ভব হয়নি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শামসুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে তারা জানতে পারেন সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ও বিএনপি নেতা সেলিম হাওলাদার ২৫ অক্টোবর দাঙ্গা-হাঙ্গামার জন্য ১২’শ লাঠি তৈরির উদ্যোগ নিয়েছেন। আর এ লাঠি তার ভাড়াটিয়া কাঠ ব্যবসায়ী সেলিম সরদারকে তৈরির জন্য দায়িত্ব দেন। এ ঘটনায় অভিযুক্ত কাউন্সিলরসহ বিএনপি নেতা-কর্মীদের আটকে অভিযান চলছে। কোতয়ালী মডেল থানার ওসি মোঃ শাখয়াত হোসেন জানান, ২৫ অক্টোবর রাজপথে প্রতিপক্ষকে মোকাবেলা, নাশকতা ও ধ্বংসযজ্ঞ চালানোর প্রস্তুতি হিসেবে লাঠি সোটা তৈরী করা হয়েছে।