বরিশালে নারী সমাবেশ ও মানববন্ধন

30/09/2013 4:53 pmViews: 4

বরিশাল সংবাদদাতা ॥ নারীর অগ্রযাত্রা, ধর্মীয় মূল্যবোধ ও আচার অনুষ্ঠান পালনের ক্ষেত্রে বাঁধা নয়, বরং পরিপুরক,  কন্যা শিশু বোঝা নয়-করবে তারা বিশ্ব জয়। কোন ধর্মীয় লেবাসে নারীর অগ্রযাত্রা রোধ করা যাবেনা। শ্লোগানকে ধারন করে গতকাল সোমবার সকালে বরিশালে নারী সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
বরিশাল জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের যৌথ উদ্যোগে সোমবার সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হল চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা রাশিদা বেগম। সমাবেশে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, বিভাগীয় কমিশনার মোঃ নূরুল আমিন, জেলা প্রশাসক মোঃ শহীদুল আলম, মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, জেলা মহিলা পরিষদের সাধারন সম্পাদিকা নুরজাহান বেগম প্রমূখ। একইদিন গৌরনদী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীর সভাপতিত্বে সমাবেশে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক জহুরুল ইসলাম জহির, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা খানম, পৌর কাউন্সিলর সৈয়দা খায়রুন নাহার মায়া, শিক্ষক নাসিমা খানম, ঝুমুর দেবনাথ প্রমুখ।

Leave a Reply