বরিশালে টাইগার বাহিনীর প্রধান ক্যাডার গ্রেফতার

02/10/2013 12:09 pmViews: 6

প্রেমানন্দ ঘরামী, বরিশাল ॥ বরিশালের বানারীপাড়া উপজেলার বহুল আলোচিত সন্ত্রাসী টাইগার বাহিনীর প্রধান ক্যাডার টাইগার সোহেলকে গতকাল বুধবার দুপুরে গ্রেফতার করেছে পুলিশ। ওইদিনই কড়া পুলিশ পাহারায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।
থানার এস.আই মোশারফ হোসেন জানান, সন্ত্রাসী ও চাঁদাবাজির ঘটনায় সোহেল বেপারীর বিরুদ্ধে থানায় তিনটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ উপজেলার বাইশারি এলাকা থেকে সোহেলকে গ্রেফতার করে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বিগত বিএনপি-জামায়াতের চারদলীয় জোট সরকারের সময়ে (২০০১ সালে) সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর জুলুম, অত্যাচার ও নির্যাতনকারী সশস্ত্র টাইগার বাহিনীর প্রধান রিয়াজ উদ্দিন ও তার প্রধান সহযোগী সোহেল বেপারীসহ বাহিনীর ২০/২৫ জন সদস্যরা দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকলেও দশম সংসদ নির্বাচনকে সামনে রেখে তারা ফের সক্রিয় হয়। অতিসম্প্রতি ওই বাহিনীর ক্যাডাররা পূর্ণরায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর জুলুম, অত্যাচার ও চাঁদাবাজি শুরু করে। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাতে বাইশারি ইউনিয়নের দত্তপাড়া গ্রামের ঠাকুরবাড়ির ভুক্তভোগী বাপ্পী চক্রবর্তী থানায় মামলা দায়ের করেন। এরপূর্বে সন্ত্রাসী টাইগার বাহিনীর সদস্যরা একইবাড়ির সঞ্জু চক্রবর্তীকে চাঁদার দাবিতে মারধর করে। ওই গ্রামের প্রায় অর্ধশত সংখ্যালঘু পরিবারের কাছে টাইগার বাহিনী হচ্ছে মুর্তিমান আতংক।
এ ব্যাপারে বানারীপাড়া থানার ওসি গোলাম সরোয়ার জানান, অপর অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply