বরিশালে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
প্রেমানন্দ ঘরামী, বরিশাল ॥ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার বিকেলে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর ছাত্রদলের নেতা-কর্মী ও সমর্থকেরা। দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করা হয়। মিছিলের পূর্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের আহবায়ক মাসুদ হাসান, যুগ্ম আহবায়ক হাফিজ আহমেদ বাবলু, আফরোজা খানম নাসরিন, খোন্দকার আবুল হোসেন লিমন প্রমুখ।