বরিশালে এক প্রতারকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা
প্রেমানন্দ ঘরামী, বরিশাল ॥ অবশেষে প্রতারক তাজেম আলীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করেছে আদালত। মামলা দায়েরের পর থেকে তাজেম আলী পলাতক রয়েছে। জানা গেছে, বাবুগঞ্জের ব্রাক্ষনদিয়া গ্রামের মৃত আহম্মদ আলীর পুত্র তাজেম আলীর বিরুদ্ধে দন্ডবিধি ৪০৬/৪২০ ধারায় সিআর মামলা নং-৪৮/১২ বিচারাধীন রয়েছে। ওই মামলায় বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৫ম আমলী আদালত থেকে প্রতারক তাজেম আলীর বিরুদ্ধে সম্প্রতি সময়ে গ্রেফতারী ওয়ারেন্ট জারি করা হয়। ইতোমধ্যে ওয়ারেন্ট তামিল করার জন্য বাবুগঞ্জ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত।