বরিশালে ঈদের আনন্দ থেকে বঞ্চিত একটি পরিবার
বরিশাল অফিস :
প্রেমের কারনে অজানার উদ্দেশ্যে পাড়ি জমানোর ঘটনায় দায়ের করা মিথ্যে মামলায় পুলিশ প্রেমিকের বিধবা মাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে। এ ঘটনার পর ওই পরিবারের অন্যান্য সদস্যরাও পুলিশের গ্রেফতার আতংকে এখন পালিয়ে বেড়াচ্ছেন। ফলে এবারের ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়েছে ওই পরিবারটি। মিথ্যে মামলা দায়েরের পর পুলিশের নাটকীয় গ্রেফতারের ঘটনায় পুরো এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বরিশালের গৌরনদী উপজেলার বিল্বগ্রাম এলাকায়।
ওই গ্রামের ইউপি সদস্য ফারুক সরদার জানান, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে দ্বিতীয়বারের মতো ওই গ্রামের মৃত ফরিদ সরদারের পুত্র ও সরকারি গৌরনদী কলেজের øাতক শ্রেনীর ছাত্র ইব্রাহিম খলিল পলাশ (২১) গত চারদিন পূর্বে পাশ্ববর্তী আশোকাঠী গ্রামের আহাদ ফকিরের কন্যা জান্নাতুল খানমকে (১৮) নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। তিনি আরো জানান, বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য একটি মহলের প্ররোচনায় জান্নাতুলের চাচা মোকলেছ ফকির বাদি হয়ে প্রেমিক ইব্রাহিম খলিল পলাশ, তার বিধবা মা হালিমা বেগম, কলেজ পড়–য়া দুই বোনসহ ৫জনকে আসামি করে গৌরনদী থানায় একটি মিথ্যে অপহরন মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলায় নাটকীয় ভাবে বুধবার ভোর রাতে বিধবা হালিমা বেগমকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করেন।
প্রসঙ্গত, এরপূর্বেও একবার ওই প্রেমিক জুটি অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলো।