বরিশালে ইয়াবাসহ আটক যুবককে ছেড়ে দিয়েছে পুলিশ
বরিশাল সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী পৌরসভার মেয়রের বাড়ির সম্মুখ (দিয়াশুর মহল্লা) থেকে সোমবার সকালে ইয়াবা ও গাঁজাসহ আটক যুবককে ছেড়ে দিয়েছে পুলিশ। এনিয়ে ওই এলাকায় চাঁপা ক্ষোভ বিরাজ করছে। আটককৃত যুবক জুয়েল সরদার (২৭) গেরাকুল মহল্ল¬ার মৃত সেকান্দার আলী সরদারের পুত্র।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, সোমবার বেলা এগারোটার দিকে জুয়েল সরদার মেয়রের বাড়ির সম্মুখের রাস্তা দিয়ে সন্দেহভাজন অবস্থায় ঘোরাফেরা করছিলো। এসময় স্থানীয়রা তার গতিরোধ করার চেষ্টা করলে সে দৌড়ে পালানোর চেষ্ঠা করে। স্থানীয়রা ধাওয়া করে তাকে আটক করে গণধোলাই দেয়। পরে তার দেহ তল্ল¬াশী করে ২পিচ ইয়াবা ও এক পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে স্থানীয়রা থানায় খবর দিয়ে জুয়েলকে পুলিশের কাছে সোর্পদ করে। রহস্যজনক কারনে পুলিশ দুপুর সাড়ে বারোটার দিকে আটককৃত জুয়েলকে ছেড়ে দেয়।
এ ব্যাপারে গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জানান, স্থানীয় কতিপয় ব্যক্তিরা মুচলেকা দিয়ে আটককৃত জুলেয়কে ঘটনাস্থল থেকেই ছাড়িয়ে নিয়েছেন। গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ বলেন, থানা পুলিশ বিষয়টি আমাকে জানানোর পর আমি আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছিলাম।