বরিশালের ২৫১টি মন্দিরে আ’লীগ নেতার অনুদান
বরিশাল ॥ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতির পক্ষ থেকে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ২৫১টি দূর্গা মন্দিরে গতকাল বৃহস্পতিবার নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
জানা গেছে, বরিশাল বিভাগের সবচেয়ে বেশি পূজা মন্ডব আগৈলঝাড়া উপজেলার ১৪১টি ও গৌরনদীর ৭৪টি দুর্গা মন্দিরে জেলা আ’লীগের সভাপতি ও সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর পক্ষ থেকে স্থানীয় আওয়ামীলীগ নেতারা প্রতি পূজা মন্ডপে নগদ ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।