বরিশালের ২১আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ১৯০জন

22/11/2013 5:11 amViews: 27

প্রেমানন্দ ঘরামী ॥
বরিশাল বিভাগের ছয়টি জেলার ২১টি সংসদীয় আসনে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৯০জন সম্ভ্রাব্য প্রার্থী। এরমধ্যে কেবল বরিশাল-১, ঝালকাঠী-২ ও ভোলা-৪ আসন থেকে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাকি সবকটি আসনেই একাধিক প্রার্থী দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে সবচেয়ে বেশি প্রার্থী হয়েছে পটুয়াখালী-৩ আসনে। ওই আসন থেকে ২৭ জন মনোনয়ন প্রত্যাশী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসব আসনগুলো থেকে দলীয় প্রার্থী হতে কেউ কাউকে ছাড়দিতে নারাজ। নিজ নিজ অবস্থান থেকে মনোনয়ন বাগিয়ে নিতে শেষ সময়ে চলছে লবিং ও তদবির। দলীয় সূত্রে জানা গেছে, একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন, ঝালকাঠী-২ আসন থেকে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সদ্যমন্ত্রী আমির হোসেন আমু-এমপি, বরিশাল-১ আসন থেকে জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল¬াহ ও ভোলা-৪ আসন থেকে আব্দুল¬াহ আল ইসলাম জ্যাকব-এমপি। এরমধ্যে বরিশাল-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন চলচ্চিত্র অভিনেতা নায়ক মাসুদ পারভেজ রুবেল। এছাড়া ১১জন নারী প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দিয়েছেন। কেন্দ্রীয় ও স্থানীয় একাধিক আওয়ামী লীগ নেতারা জানান, আগামী ২৪ নবেম্বর দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেবেন কাকে মনোনয়ন দিলে শতভাগ জয় নিশ্চিত হবে। সেই সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন মনোনয়নপত্র জমা দেয়া নেতারা। তবে দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকেরা বরিশালের যেকোন একটি আসন থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের  সাবেক সহসভাপতি এবং অগ্রণী ব্যাংকের পরিচালক এ্যাডভোকেট বলরাম পোদ্দারকে দলীয় মনোনয়ন দেয়ার জন্য দলের সভানেত্রীর কাছে জোর দাবি করেছেন। মনোনয়নপত্র জমা দেয়া বরিশাল-২ আসনে উল্লে¬খযোগ্যদের মধ্যে রয়েছেন, এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি, মনিরুল ইসলাম মনি-এমপি, উম্মে ফাতেমা রোজীসহ ৯জন। বরিশাল-৩ আসনে চলচ্চিত্র অভিনেতা নায়ক মাসুদ পারভেজ রুবেল ও সাবেক সচিব সিরাজ উদ্দিন আহমেদসহ ১২জন। বরিশাল-৪ আসনে পঙ্কজ দেবনাথ, এ্যাডভোকেট আফজালুল করিম, মইদুল ইসলাম ও এ্যাডভোকেট হোসনেআরাসহ ১৫জন। বরিশাল-৫ আসনে এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি, সাবেক সিটি মেয়র শওকত হোসেন হিরণ সহ ৭জন। বরিশাল-৬ আসনে মেজর (অবঃ) হাফিজ মলি¬ক, পারভীন তালুকদার-এমপি, শাহানাজ পারভীন রানী ও সাবেক এমপি মাসুদ রেজার স্ত্রী আইরিন রেজাসহ ১০জন। বরগুনা-১ আসনে এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শুম্ভু-এমপি, মোঃ জাহাঙ্গীর কবীর ও সেলিনা পারভীন মনি সহ ১৬জন। বরগুনা-২ আসনে শওকত হাচানুর রহমান রিমন-এমপি, সাবেক সাংসদ মরহুম গোলাম সবুর টুলুর কন্যা ফারজানা সবুর রুমকী ও নাসিমা ফেরদৌসীসহ ৯জন। ঝালকাঠী-১ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল¬াহ পনির ও মনিরুজ্জামান মনিরসহ ৬জন। পটুয়াখালী-১ আসনে ধর্ম প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শাজাহান মিয়া-এমপি, আফজাল হোসেন ও কানিজ সুলতানা হেলেনসহ ১১জন। পটুয়াখালী-২ আসনে হুইপ আসম ফিরোজ-এমপি, এ্যাডভোকেট শামসুল হক রেজা ও জুবায়েদুল হক রাসেলসহ ৭জন। পটুয়াখালী-৩ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম ও সাবেক ছাত্রলীগ নেত্রী বেগম খায়রুন্নাহার লাকীসহ ২৭জন। পটুয়াখালী-৪ আসনে পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহাবুবুর রহমান তালুকদার-এমপি, আমেরিকা প্রবাসী আল মামুন লিটন ও বিলকিস জাহানসহ ১৯জন। পিরোজপুর-১ আসনে একেএম আউয়াল-এমপি ও মেজর (অবঃ) জিয়াউদ্দিনসহ ৮জন। পিরোজপুর-২ আসনে ইসাহাক আলী খান পান্না ও আমিনুল ইসলামসহ ৩জন। পিরোজপুর-৩ আসনে মহিউদ্দিন মহারাজ ও রফিউদ্দিন আহমেদ ফেরদৌসসহ ১০জন। ভোলা-১ আসনে সদ্যমন্ত্রী তোফায়েল আহমেদ-এমপি, এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ও যুবলীগের কেন্দ্রীয় নেতা মাহাবুবুর রহমান হিরণসহ ৪জন। ভোলা-২ আসনে আবুল কালাম আজাদ হাওলাদার, মাহাবুবুর রহমান হিরণসহ ৬ জন। ভোলা-৩ আসনে নুরুন্নবী চৌধুরী শাওন-এমপি, মেজর জসিমউদ্দিনসহ ৯জন।

Leave a Reply