বরিশালের ১১৬ জন মৃৎ শিল্পীকে সম্মননা
প্রেমানন্দ ঘরামী, বরিশাল ॥ বরিশালের ১১৬ জন মৃৎ শিল্পীকে সম্মাননা প্রদান করা হয়েছে। মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা উদ্যাপন পরিষদের উদ্যোগে গতকাল শুক্রবার সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে এ সম্মাননা প্রদান করা হয়। মৃৎশিল্পী সম্মাননা অনুষ্ঠানে বরিশাল জেলা ও জেলার বাইরের ৩৮ জন মৃৎশিল্পী ও তাদের সহযোগী ৭৮ জনসহ মোট ১১৬ জন শিল্পীকে এ সম্মাননা দেয়া হয়। যারমধ্যে ১১ জন নারী মৃৎশিল্পী রয়েছেন।
সম্মাননা অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক রাখাল চন্দ্র দে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারন-অর রশিদ খান। বিশেষ অতিথি ছিলেন মাহাবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম), ক্যাপ্টেন (অবঃ) শচীন কর্মকার, বরিশাল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল। অনুষ্ঠানে তালিকাভুক্ত শিল্পীদের সম্মাননা ছাড়াও নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়েছে।
আটক ছয় জুয়াড়িকে
ছেড়ে দিয়েছে
পুলিশ
প্রেমানন্দ ঘরামী, বরিশাল ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সা গ্রাম থেকে আটক ছয় জুয়াড়িকে মোটা অংকের টাকা উৎকোচের বিনিময়ে থানা পুলিশ ছেড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের লতিফ মাঝির বাড়িতে বৃহস্পতিবার রাতে জুয়া খেলার সময় হাতেনাতে (রাত সাড়ে বারোটার দিকে) থানার এস.আই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ছয় জুয়াড়িকে আটক করে। আটককৃতরা হলো-একই গ্রামের রাজিব, ওমর আলী, জলিল, সাইদুল, পাপন, লিটন খন্দকার ও জামাল বখতিয়ার। পুলিশ আটককৃতদের থানায় নিয়ে আসলেও শেষ রাতে মোটা অংকের টাকা উৎকোচের বিনিময়ে থানা থেকে জুয়ারিদের ছেড়ে দেয়া হয়।
উৎকোটের অভিযোগ অস্বীকার করে থানার এস.আই মোস্তাফিজুর রহমান জানান, আটককৃতরা জুয়া খেলার প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধে মুচলেকা নিয়ে প্রাথমিক পর্যায়ে আটককৃতদের ছেড়ে দেয়া হয়েছে।