বরিশালের সাবেক মেয়র হিরনের ইন্তেকাল
ঢাকা, ৯ এপ্রিল : বরিশালের সাবেক মেয়র ও সদর আসনের এমপি শওকত হোসেন হিরন ইন্তেকাল করেছেন। বুধবার সকাল সাতটায় অ্যাপোলো হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লনাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শওকত হোসেন হিরন মস্তিকের রক্তক্ষরণজনিত সমস্যায় গত ২২ মার্চ থেকে হাসপাতালে চিকিৎসাধীন। প্রথমে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়।
গত ২৪ মার্চ শওকত হোসেন হিরনকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের গ্লিনগ্লেস হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত মঙ্গলবার পর্যন্ত অবস্থার উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার তাকে দেশে এনে আবারো রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।