বরিশালের ইটালী মার্কেটে দুর্ধর্ষ চুরি
প্রেমানন্দ ঘরামী, বরিশাল ॥ বরিশালের গৌরনদী বন্দরের ইটালী মার্কেটের ফর ইউ ফ্যাশনের সার্টার ভেঙ্গে মঙ্গলবার দিবাগত গভীর রাতে দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। এ ঘটনায় ওই মার্কেটের অপর ব্যবসায়ীদের মধ্যে চরম আতংক দেখা দিয়েছে। ফর ইউ ফ্যাশনের স্বত্তাধীকারি আব্দুল্লাহ আল মামুন জানান, সংঘবদ্ধ চোরেরা তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ ৭০ হাজার টাকা ও প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়েছে। এ ঘটনায় তিনি গতকাল বুধবার থানায় অভিযোগ দায়ের করেছেন।