বরখাস্তই থাকছেন মেয়র বুলবুল
বরখাস্তই থাকছেন মেয়র বুলবুল
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দেয়া আদেশই বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি। আজ বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি করে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন। একইসঙ্গে রাষ্ট্রপক্ষের আবেদনটি শোনার জন্য ১৪ই জুন দিন রেখে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেয়া হয়েছে। বিএনপি নেতা মেয়র বুলবুলকে নাশকতার মামলায় আসামি করে পুলিশ অভিযোগপত্র দেয়ার পর গত ৭ই মে তাকে রাজশাহীর মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে সরকার। এরপর বুলবুলের এক আবেদনে গত ২৮ শে মে হাইকোর্টের একটি বেঞ্চ সাময়িক বরখাস্তের ওই আদেশ স্থগিত করে। সাময়িক বরখাস্তের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুলও জারি করে আদালত। রাষ্ট্রপক্ষ এর বিরুদ্ধে চেম্বার আদালতে গেলে বিচারক হাইকোর্টের আদেশটি স্থগিত করে নিয়মিত আপিল বেঞ্চে শুনানি করতে বলেন।