বরখাস্তই করা হলো রিয়াল কোচ আনচেলত্তিকে

26/05/2015 5:10 pmViews: 4
বরখাস্তই করা হলো রিয়াল কোচ আনচেলত্তিকে

২৬ মে, ২০১৫

অবশেষে বরখাস্তই করা হলো রিয়াল কোচ কার্লো আনচেলত্তিকে।

সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় আনচেলত্তির সঙ্গে এক বৈঠক শেষে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন বার্নাব্যুতে আর থাকছেন না আনচেলত্তি। চুক্তির মেয়াদ এক বছর বাকি থাকতেই তাকে সরিয়ে দেয়া হলো।

পেরেজ বলেন, এটা আমাদের জন্য খুবই কঠিন সিদ্ধান্ত। তবে প্রতিষ্ঠানে ভালোর জন্যই আমরা তাকে সরিয়ে দিতে বাধ্য হলাম। সময় এসেছে নতুন কাউকে নিয়োগ দেয়ার। যিনি আমাদের শিরোপা জেতাতে সক্ষম হবেন। তবে কার্লো আমাদের ইতিহাসের অংশ।

রিয়ালের হয়ে সাফল্যটাও একেবারে মন্দ নয় তার। প্রায় এক যুগের অবসান ঘটিয়ে রিয়ালের বহু আরাধ্য লা ডেসিমা এনে দিয়েছিলেন আনচেলত্তি। গত বছর জিতিয়েছিলেন চ্যাম্পিয়নস লিগ। রিয়ালের হয়ে জিতেছেন কোপা ডেল রে, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ। কেবল স্প্যানিশ লিগটাই জিততে পারেননি আনচেলত্তি।

আনচেলত্তি কোচ হিসেবে দায়িত্ব পালনের সময় রিয়াল মাদ্রিদ ৮৯টি ম্যাচে জয় লাভ করে। আর হেরেছে মাত্র ১৬টি ম্যাচ। তার দল গোল করে ৩২৩টি। আর রিয়ালের জালে প্রতিপক্ষ গোল করে ১০৩টি।

এদিকে রিয়াল মাদ্রিদের নতুন কোচ হতে পারেন নাপোলির রাফা বেনেতিজ। এমন কথা বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

Leave a Reply