বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান
বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বন্যা একটি স্বাভাবিক ও প্রাকৃতিক দুর্যোগ। এটি মাঝে মাঝে বড় আকার ধারণ করে। আমি বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি। বন্যা যাতে বেশি ক্ষতি করতে না পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া দরকার। আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি।
তিনি বলেন, বাংলাদেশের জীববৈচিত্র্য এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এগুলো আমাদের রক্ষা করতে হবে। আমাদের ভৌগলিক সীমারেখার চেয়ে জনসংখ্যা অনেক বেশি। কিন্তু আমরা এরপর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি। এভাবে জীববৈচিত্র্যও রক্ষা করা সম্ভব। এজন্য আমাদের নির্বিচারে গাছ কাটা বন্ধ করতে হবে, একটি গাছ কাটলে তিনটি গাছ লাগাতে হবে। পাহাড় কাটা বন্ধ করতে হবে। কৃষি জমিতে কীটনাশকের ব্যবহার কমাতে হবে।