বন্ধু কেড়ে নিল বন্ধুর প্রাণ
যশোর: যশোরে শরিফুল ইসলাম শরিফ নামে এক কলেজছাত্র খুন হয়েছেন। রোববার দুপুরে বন্ধুদের ছুরির আঘাতে মারাত্মক জখম হলে শরিফুল ইসলামকে যশোর মেডিকেলে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।
নিহত শরিফ যশোর শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ বাণিজ্য প্রথম বর্ষের ছাত্র।
শরিফ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, রোববার বেলা সাড়ে ১১টার দিকে শরিফের বাড়ির সামনে তার বন্ধু জুয়েল, আরিফ ও নাজমুলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বন্ধুরা তাকে ছুরি দিয়ে আঘাত করলে শরিফ মারাত্মকভাবে আহত হয়। যশোর মেডিকেলে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে তার মৃত্যু হয়।
যশোর কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক শেখ জানান, প্রেমঘটিত কারণে বন্ধুদের ছুরির আঘাতে শরিফের মৃত্যু হয়েছে। তিনি আরো জানান, এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে নাজমুল নামে একজনকে আটক করা হয়েছে।