বনানীতে শেষ ঘুম কবি ফজল শাহাবুদ্দীনের
ঢাকা: ষাটের দশকের অন্যতম কবি ও সাংবাদিক ফজল শাহাবুদ্দীনকে বনানী কবরস্থানে দাফন করা হবে। রোববার আসরের পর প্রেস ক্লাবে প্রথম ও বিকেল পাঁচটায় বাংলা একাডেমির নজরুল মঞ্চে দ্বিতীয় জানাজা হবে।
কবির জামাতা সাঈদ হোসেন নতুন বার্তা ডটকমকে এ খবর নিশ্চিত করেছেন।
দীর্ঘদিন দীর্ঘদিন অসুস্থ থাকার পররোববার সকাল সোয়া ১০টার দিকে তিনি নিজ বাসভবন ১১/১ মধ্য বাসাবোতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
ফজল শাহাবুদ্দীনের জন্ম ১৯৩৬ সালের ৪ ফেব্রুয়ারি। কুমিল্লার নবীনগরে। আধুনিক ধারার কবি হিসেবে ষাটের দশকে তিনি জনপ্রিয়তা পান।
এক সময়ের সাড়া জাগানো সাপ্তাহিক ‘বিচিত্রা’র প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন ফজল শাহাবুদ্দীন। তার সম্পাদনায় প্রকাশিত হতো সাপ্তাহিক ‘সচিত্র সন্ধানী’। সাপ্তাহিক ‘চিত্রালী’ ও ‘দৈনিক বাংলা’তেও দীর্ঘদিন কাজ করেছেন তিনি। কবিতার পত্রিকা ‘কবিকণ্ঠ’ প্রকাশিত হতো তারই সম্পাদনায়।
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিতি এই কবি ঊনিশশ নব্বইয়ের দশকে এশীয় কবিতা উৎসব আয়োজনে নেতৃত্বস্থানীয় ভূমিকায় ছিলেন।
১৯৬২ সালের জগন্নাথ কলেজের স্নাতক ফজল শাহাবুদ্দীনের প্রথম বই তৃষ্ণার অগ্নিতে একা প্রকাশিত হয় ১৯৬৫ সালে।
প্রকাশিত গ্রন্থ: তৃষ্ণার অগ্নিতে একা (১৯৬৫); অকাঙ্ক্ষিত অসুন্দর (১৯৬৬); আততায়ী সূর্যাস্ত (১৯৭৫); অন্তরীক্ষে অরণ্য (১৯৮০); সান্নিধ্যের আর্তনাদ (১৯৮৩); আলোহীন অন্ধকারহীন (১৯৮৪); সনেটগুচ্ছ; অবনিশ্বর দরোজায়; আমার নির্বাচিত কবিতা; হেনীল সমুদ্র হে বৃক্ষ সবুজ; লংফেলোর নির্বাচিত কবিতা; দিকচিহ্নহীন; ছিন্নভিন্ন কয়েকজন; জখন জখম নাগমা; Selected Poems; Solitude; Towards the Earth; বাতাসের কাছে; ছায়া ক্রমাগত; নিসর্গের সংলাপ; পৃথিবী আমার পৃথিবী; ক্রন্দনধ্বনি; ক্রমাগত হাহাকার।
ফজল শাহাবুদ্দীনের সবশেষ কবিতার বই ‘একজন কবি একাকি’ প্রকাশিত হয় ২০১৩ সালে।
তার স্ত্রী আজমেরী শাহাবুদ্দীন একজন লেখক ও শিক্ষাবিদ।
বাংলা সাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৭৩ সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার ও ১৯৮৮ সালে একুশে পদক পান।