বঙ্গভবনের গেট থেকে ফিরিয়ে দেয়া হলো ইবরাহিমকে

16/12/2015 6:45 pmViews: 6

বঙ্গভবনের গেট থেকে ফিরিয়ে দেয়া হলো ইবরাহিমকে

বিজয় দিবসের অনুষ্ঠানে বঙ্গভবনে আমন্ত্রণ পেয়ে প্রবেশ করতে পারেননি কল্যাণ পার্টির চেয়ারপারসন মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বীরপ্রতীক।  আজ বিকালে বঙ্গভবনের গেট থেকে তাকে ফিরিয়ে দিয়েছে নিরাপত্তা কর্মীরা। এ বিষয়ে মুহাম্মদ ইবরাহিম মানবজমিনকে বলেন, মুক্তিযুদ্ধের একজন বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর অফিসার হিসেবে ১৯৮০ সাল থেকে প্রতিবছর বঙ্গবভনের তিনটি অনুষ্ঠানে দাওয়াত পেয়ে আসছিলাম। এরবারের বিজয় দিবসেরও বঙ্গভবনের আমন্ত্রণ পেয়েছিলাম। কিন্তু আজ বিকালে বঙ্গভবনে ঢুকতে চাইলে নিরাপত্ত কর্মীরা ‘প্রবেশের অনুমতি নেই’ বলে আমাকে ফিরিয়ে দিয়েছেন। তিনি বলেন, দাওয়াত না দিলে তো আমি আসতাম না। দাওয়াত দিয়ে এভাবে অপমান করা শুভনীয় নয়। এদিকে বাসায় ফেরার পথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে  ক্ষোভ প্রকাশ করেছেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেনÑ ‘একজন বীরপ্রতীক-এর জন্য বিজয় দিবসের উপহার। ‘বিজয় দিবসে একজন বীরপ্রতীককে অপমান করা কি জরুরি?’

Leave a Reply