বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী মোহিতুল ইসলাম আর নেই

25/08/2016 5:19 pmViews: 4

বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী মোহিতুল ইসলাম আর নেই

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার বাদী মো. মোহিতুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ পৌনে তিনটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি কিডনি ও ফুসফুসের রোগে ভুগছিলেন। মোহিতুল ইসলাম বঙ্গবন্ধুর আবাসিক একান্ত সহকারী ছিলেন। ১৯৯৬ সালে ২রা অক্টোবর তিনি ধানমন্ডি থানায় বঙ্গবন্ধু হত্যা মামলাটি করেন। মোহিতুল ইসলামের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকও এক পৃথক শোক বার্তায় শোক প্রকাশ করেন।

Leave a Reply