বঙ্গবন্ধু সেতুতে বাস-ট্রাক ‍সংঘর্ষে নিহত ৬

09/01/2016 11:18 amViews: 27
বঙ্গবন্ধু সেতুতে বাস-ট্রাক ‍সংঘর্ষে নিহত ৬

ফাইল ফটো
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পূর্বপাড়ে ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন।আহত হয়েছেন আরো ১৫ জন।আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।তবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা না গেলেও সবাই উত্তরবঙ্গের যাত্রী বলে জানায় পুলিশ।

স্থানীয়রা জানান, ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পূর্বপাড়ে ঢাকাগামী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চার বাসযাত্রী নিহত হন। এছাড়া টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আহত আরো দুজন নিহত হন। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply