নোয়াখালীতে সাংবাদিক মুজাক্কির হত্যা মামলা পিবিআইতে হস্তান্তর

মামলা পিবিআইতে হস্তান্তরের বিষয়টি মঙ্গলবার রাতে নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো: আলমগীর হোসেন।
তিনি জানান, পুলিশ হেডকোয়াটারের নির্দেশে পিবিআই এই হত্যা মামলার তদন্তভার ন্যস্ত করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার বেলা ১১টার দিকে নিহতের বাবা প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা নুরুল হুদা ওরফে নোয়াব আলী মাস্টার এ মামলাটি কোম্পানীগঞ্জ থানায় দায়ের করেন।
পিবিআই পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি সাংবাদিকদের জানান, ইন্সপেক্টর মোস্তাফিজের নেতৃত্বে একটি টিম মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
















