বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষ্য সমাজ কল্যান পরিষদ, তেজগাঁও এবং খেলাঘর সমাজকল্যান সংঘ এর যৌথ উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও ফ্রি মেডিকেল ক্যাম্প
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষ্য সমাজ কল্যান পরিষদ, তেজগাঁও এবং খেলাঘর সমাজকল্যান সংঘ এর যৌথ উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমাজকল্যান পরিষদ, তেজগাঁও এর সভাপতি জনাব ইন্জ্ঞিয়ার নোমান অাহমেদী ও খেলাঘর সমাজকল্যাণ সংঘের সেক্রেটারি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম উপস্হিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন। অনুষ্ঠানে মেডিকেল টিমের কর্মকান্ড পরিচালনা করেন ডাঃ সৈয়দ তৌফিকুল ইসলাম, সার্বিক ব্যবস্হাপনা করেন সমাজকল্যাণ পরিষদের ব্যবস্হাপক জনাব ফরিদ অাহমেদ রুবেল। ২য় পর্বে কোয়ান্টাম ফাউন্ডেশন এর উদ্যোগে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচী, এতে নিজে রক্ত দানের মাধ্যমে কর্মসূচী উদ্বোধন করেন খেলাঘর সমাজকল্যান সংঘের সভাপতি ও ২৬ নং ওয়ার্ডে কাউন্সিলর জনাব মোঃ শামীম হাসান। এতে ২৬ জন রক্ত দাতা স্বেচ্ছায় রক্তদান করেন। উক্তসূচীতে প্রায় ৩০০ জন প্রান্তিক মানুষকে ফ্রি ব্লাড গ্রুপিং ও ফ্রি মেডিকেল চেকঅাপ মাধ্যমে সেবাপ্রদান করা হয়। – নিজেস্ব সংবাদ দাতা।