বঙ্গবন্ধুকে বিভক্ত করতে চাই না : সৈয়দ আশরাফ
জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেকে আর বিভক্ত করতে চাই না। তিনি সর্বজনীন। বঙ্গবন্ধুকে বিভক্ত করে আমরা নিজেরাই তাকে খাটো করছি। আশা করছি, আওয়ামী লীগ, বিএনপি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ সবাই একসঙ্গে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আয়োজিত শোক দিবসের ৪০ দিনব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে বুধবার দুপুরে তিনি এসব কথা বলেন।