বঙ্গবন্ধুকে কটূক্তি, তারেকের বিরুদ্ধে প্রতিবেদন পেছাল

17/09/2015 7:14 pmViews: 7
বঙ্গবন্ধুকে কটূক্তি, তারেকের বিরুদ্ধে প্রতিবেদন পেছাল

 

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পুনরায় ৫ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘পাকবন্ধু’ বলায় ওই মামলা হয়েছিল।

বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন ছিল। তবে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম আতাউল হক প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।

মামলার এজাহারে বলা হয়, তারেক রহমান ২০১৪ সালের ১১ নভেম্বর লন্ডনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী  শেখ হাসিনাকে নিয়ে ‘কটূক্তি’ করেন ও ‘মানহানিকর’ বক্তব্য দেন। তারেক রহমান তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু পাকিস্তানী পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসেন। তিনি বঙ্গবন্ধু নন, পাকবন্ধু।

এ বিষয়ে একশ’ কোটি টাকার সম্মানহানির অভিযোগে তারেকের বিরুদ্ধে ২০১৫ সালের ২৩ মার্চ ঢাকা মহানগর হাকিম ইউনুস খানের আদালতে মামলা দায়ের করা হয়।

Leave a Reply