বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

15/05/2019 10:45 pmViews: 7

বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা
বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক জিএম সিরাজ, যুগ্ম আহ্বায়ক অ্যাড. সাইফুল ইসলাম ও ফজুলল তালুকদার বেলাল। ছবি: ইত্তেফাক

বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা হয়েছে। সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজকে আহ্বায়ক ও অ্যাডভোকেটস বার সমিতির সেক্রেটারি সাইফুল ইসলাম এবং সাবেক সহ-সভাপতি ফজলুল বারী তালুকদার বেলালকে যুগ্ম-আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে কমিটি ঘোষণা হলেও বুধবার সন্ধ্যায় এ বিষয়ে চিঠি আসে বগুড়ায়।

জানা গেছে, নতুন এ আহ্বায়ক কমিটিতে সদ্য সাবেক সভাপতি সাইফুল ইসলাম ও চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালুর গ্রুপের পাল্টাপাল্টি ঘোষিত আহবায়ক কমিটির আহ্বায়কদের কাউকে রাখা হয়নি।তবে লালু গ্রুপের যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল যুগ্ম আহ্বায়ক হয়েছেন। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন জানান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে অনুমোদন দেওয়া নবগঠিত আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজসহ ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির চিঠি পেয়েছি।

Leave a Reply